শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
নুস ঘানি

ব্রিটিশ মন্ত্রিসভায় প্রথম মুসলিম নারী

ব্রিটিশ মন্ত্রিসভায় প্রথম মুসলিম নারী

ব্রিটেনের মন্ত্রিসভায় এই প্রথম এলেন এক মুসলিম মহিলা মন্ত্রী। তার নাম নুস ঘানি (৪৫)। তিনি থেরেসা মের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নুসের মা, বাবা ছিলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। সেখান থেকে তারা চলে যান ব্রিটেনের বার্মিংহামে। নুসের জন্ম বার্মিংহামেই। নতুন দায়িত্ব পেয়ে কেমন লাগছে, এক বিবৃতিতে তা শেয়ার করেছেন নুস। বলেছেন, আমার কাছে এ দায়িত্বটা খুব এক্সাইটিং। চ্যালেঞ্জিংও। পরিবহন আমার খুব প্রিয় বিষয়। ওয়েলডেন থেকে এমপি হওয়ার জন্য প্রচারের সময় থেকেই আমি পরিবহনের উন্নতির দাবি জানিয়ে আসছি। এদিকে গতকাল হাউস অব কমন্সে তার প্রথম ভাষণটি দেওয়ার পরপরই টুইট করেন নুস। সেই টুইটে নুস লেখেন, ‘পরিবহনমন্ত্রী হিসেবে আমার ইনিংস শুরু করলাম। ব্রিটেনের প্রথম মুসলিম মহিলা মন্ত্রী হিসেবে ইতিহাসও গড়ে ফেললাম।’ বিবিসি।

সর্বশেষ খবর