শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

তুরস্কে জরুরি অবস্থার মেয়াদ বেড়েছে

তুরস্ক দেশটিতে বিদ্যমান জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বর্ধিত করেছে। এ নিয়ে দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ ষষ্ঠবারের মতো বাড়ানো হলো। স্থানীয় দৈনিক ‘সাবাহ’ গতকাল এক প্রতিবেদনে একথা জানিয়েছে। সরকার উত্খাতের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ২০ জুলাই প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় তুরস্কে। ব্যর্থ এ অভ্যুত্থানের চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে এরপর থেকে কয়েক হাজার সরকারি চাকরিজীবী ও সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর