সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
যৌন হয়রানির অভিযোগ

রিপাবলিকান নেতার পদত্যাগ

রিপাবলিকান নেতার পদত্যাগ

স্টিভ উইন

যুক্তরাষ্ট্রে একের পর এক হোমরা-চোমরা ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠছে। এর ফলে অনেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পদ থেকেও পদত্যাগ করতে হচ্ছে। সর্বশেষ এ অভিযোগে মার্কিন ক্ষমতাসীন রিপাবলিকান দলের জাতীয় কমিটির অর্থ-সংক্রান্ত সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন স্টিভ উইন। এ ব্যক্তির আরও একটি বড় পরিচয় তিনি ক্যাসিনো জগতের একজন প্রথম সারির ব্যক্তি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী ক্যাসিনো ব্যবসায়ী স্টিভের বিরুদ্ধে অভিযোগ-তিনি তার বাড়িতে যাওয়া ম্যাসাজ থেরাপিস্টদের যৌন হয়রানি করতেন। এ ছাড়া একজন কর্মীকে তিনি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছেন। তবে স্টিভ উইন এ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এসব অভিযোগ ‘সম্পূর্ণ উদ্ভট।’ তিনি এ ঘটনার জন্য তার সাবেক স্ত্রীকে দোষ দিচ্ছেন। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুসারে, তারা ডজন-খানেক লোকের সাক্ষাৎকার নিয়েছে যারা উইনের সঙ্গে কাজ করেছেন। তাদের বক্তব্যে উইন বিভিন্নভাবে হয়রানির তথ্য বেরিয়ে এসেছে। মেনিকিউর (হাত ও হাতের নখের পরিচর্যা) করার কাজ করতেন এমন এক নারী যিনি উইনের বিরুদ্ধে জোর করে যৌন সম্পর্কে স্থাপনে বাধ্য করার অভিযোগ তুলেছেন। তার মুখ বন্ধ করতে ইতিমধ্যে তাকে ৭৭ লাখ মার্কিন ডলার প্রদান করেছেন। উইন রিপাবলিকান দলের একজন অর্থ-দাতা এবং তহবিল সংগ্রাহক। এই বিষয়টিতে রিপাবলিকানদের নীরবতার কারণে তারা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির তোপের মুখে পড়েছে। বিবিসি। রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান রন্না ম্যাকড্যানিয়েল জানিয়েছেন উইনের পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন।

এদিকে উইন এসব ‘অপবাদ’ তৈরির জন্য তার সাবেক স্ত্রীকে দোষারোপ করেছেন যার সঙ্গে তার আইনি লড়াই চলছে।

হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির খবর ফাঁসের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নারীদের যৌন হয়রানির খবর প্রকাশ পেতে শুরু করে। সর্বশেষ ১৫৬ জন নারী ক্রীড়াবিদকে যৌন নিপীড়ন করার দায়ে অলিম্পিকের সাবেক চিকিৎসক ল্যারি নাসারের ১৭৫ বছরের কারাদণ্ড হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠেছে।

 

সর্বশেষ খবর