সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফুঁসছে আফগানরা

একের পর এক বোমা হামলায় বিপর্যস্ত আফগানিস্তান। প্রায় প্রতিদিন ঘটছে প্রাণহানির ঘটনা। গত এক সপ্তাহে তিনটি হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়। এরমধ্যে গত পরশু রাজধানী কাবুলে আত্মঘাতী অ্যাম্বুলেন্স বোমা হামলায় শতাধিক মানুষের মৃত্যুতে শোক নেমে এসেছে। নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফুঁসছে আফগানরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, শনিবার ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৩ জন এবং আহতের সংখ্যা ২৩৫ জনে দাঁড়িয়েছে। সরকার গতকাল একদিনের জাতীয় শোক পালন করেছে। তালেবান হামলার দায় স্বীকার করেছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চালানো হামলার দায়ও স্বীকার করেছিল বিদ্রোহী এ গোষ্ঠী। গত মে মাসের পর কাবুলে শনিবারের হামলাটিই সবচেয়ে বড় প্রাণঘাতী। এ হামলার ঘটনায় আফগানদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দেশের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষ। তাদের প্রশ্ন, ‘আমরা কিভাবে বেঁচে আছি? আমরা যাব কোথায়?’, ‘আমাদের কোনো নিরাপত্তা নেই। আমদের উপযুক্ত সরকার নেই। বিবিসি, রয়টার্স।আমরা কি করব?’ টুইটারে শোকার্ত একজনের উক্তি, ‘আমরা এতটাই ভেঙে পড়েছি যে নতুন দিন কিভাবে শুরু করব তাও জানি না।’ ফেইসবুকে আরেকজনের মন্তব্য, ‘এটি সরকারের জন্য একটি বিরাট লজ্জার ব্যাপার। নেতাদের ও তাদের ছেলে বা মেয়ে হারাতে হলে তারা গরিব জনগণের দুঃখ বুঝতে পারতেন।’ আফগানিস্তানে একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হলেও শনিবারের হামলাটিতে অ্যাম্বুলেন্স ব্যবহারের কারণে সহজেই চেকপয়েন্ট অতিক্রম করে হামলা চালানো সম্ভব হয়। বিবিসি, রয়টার্স।

 

সর্বশেষ খবর