সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পুতিনবিরোধী নাভালনির কার্যালয়ে পুলিশি অভিযান

রাশিয়ায় ১৮ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন বয়কটের ডাক দিয়ে গতকাল বিক্ষোভ ডাকে বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি। তার ডাকে কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তায়ও নামে। বিক্ষোভ চলাকালেই রাশিয়ার পুলিশ গতকাল নাভালনির কার্যালয়ে অভিযান চালায়। বিভিন্ন গণমাধ্যম জানায়, মস্কোতে নাভালনির কার্যালয়ে হঠাৎঅভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ তার সমর্থকদের বিভিন্ন প্রশ্ন করতে থাকে। নাভালনির সমর্থকরা সামাজিক মাধ্যমে পুলিশের অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। মস্কো ছাড়াও নভোসিবার্স্ক, কুরগান, ওমস্ক, মাগাদান, কেমেরোভো ও ইয়াকুতস্কসহ ১১৮ নগর ও শহরে নাভালনির সমর্থকরা বিক্ষোভ করেন। এএফপি। বিক্ষোভের আগে এক ভিডিও বার্তায় নাভালনি বলেন, আপনাদের নিজেদের জীবন সংকটের মুখে। এই চোর, গোঁড়া ও অস্থির মানুষদের আপনারা আর কতদিন বাঁচতে চান এভাবে? মস্কোতে সন্ধ্যায় বড় ধরনের বিক্ষোভ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে নাভালনির কার্যালয়ে অভিযানের পাশাপাশি বিরোধীদের পরিচালিত একটি টিভি স্টুডিও বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই স্টুডিও থেকে নাভালনির ছয় সমর্থককে আটক করা হয়েছে। অন্য অঞ্চলে আটকের সংখ্যা ১৬। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন নাভালনি। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন তাকে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করে। আর নির্বাচনে ভ্লাদিমির পুতিন ব্যাপকভাবে জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে। এএফপি, বিবিসি

 

সর্বশেষ খবর