সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্পের অভিবাসন প্রস্তাব প্রত্যাখ্যান ডেমোক্র্যাটদের

নিরপরাধ অভিবাসীদের গ্রেফতার এবং বহিষ্কারের চলমান কার্যক্রম বন্ধের দাবিতে মার্কিন অভিবাসন দফতরের সঙ্গে বৈঠক করতে চান দেশটির শীর্ষস্থানীয় কংগ্রেসম্যানরা। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারম্যান যোসেফ ক্রাউলি এবং বাণিজ্য ও বিচার বিভাগীয় কমিটির প্রভাবশালী সদস্য গ্রেস মেংসহ ২৯ কংগ্রেসম্যান যুক্ত স্বাক্ষরে একটি চিঠি দেন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টজেন এম নিলসেন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এর উপ-পরিচালক থমাস ডি হুম্যানকে। এ চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সাড়া না দেওয়ায় শনিবার সকালে নিউইয়র্কে অভিবাসন দফতরের সামনে বিক্ষোভ করলেন চার কংগ্রেসম্যানসহ নির্বাচিত জনপ্রতিনিধি এবং অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরতরা। ক্রাউলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মা এবং তিন স্ত্রীর দুজনই অভিবাসী ছিলেন। এনআরবি নিউজ।

 তার মা-ও আমাদের অনেকের মায়ের মতো গৃহকর্মী ছিলেন। সে সব ইতিহাস কীভাবে ভুলে যান ট্রাম্প। নিজের ধমনীতে অভিবাসীদের রক্ত প্রবাহিত হওয়া সত্বেও তিনি কীভাবে অভিবাসীদের বিরুদ্ধে নির্দয় পদক্ষেপ গ্রহণ করলেন।’ এনআরবি নিউজ

 

সর্বশেষ খবর