সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
বিবিসির বিশ্লেষণ

সিরিয়া নিয়ে বড় যুদ্ধ বেধে যাবে?

সিরিয়ায় যে যুদ্ধাবস্থা চলছে তার সৃষ্টি হয়েছে বছর সাতেক হতে চলল। অর্থাৎ ২০১১ সালের মার্চ মাস হতে শুরু এই অবস্থা এমন এক জটিল অবস্থায় পৌঁছেছে, বড় শক্তিধর দেশগুলো সেখানকার নানা সশস্ত্র গোষ্ঠীর মধ্য দিয়ে প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়েছে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে-তাতে অনেকেই প্রশ্ন করছেন, এবার কি পরাশক্তিগুলোর নিজেদের মধ্যেই যুদ্ধ বেধে যাবে? এ নিয়ে বিবিসির সেবাস্টিয়ান আশার বিশ্লেষণে বলেছেন, সিরিয়ার সরকার এবং তার বিরোধীদের মধ্যে যে সংঘাত থেকে এই সংকটের সূচনা হয়েছিল- তা এখন প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে। দেশটি এখন পরিণত হয়েছে নানা শক্তির পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে। আর বাইরের ক্রীড়নক যেসব শক্তি আগে কূটনীতির পথে ছিল, তারা এখন সরাসরি সামরিক হস্তক্ষেপের পথে নেমে পড়েছে। এরমধ্যে রাশিয়া আর ইরান বেশি জড়িয়ে পড়েছে। দেশ দুটো আর্থিক, সামরিক, রাজনৈতিক সব দিক থেকেই জড়িত। তবে যুক্তরাষ্ট্রের প্রথম দিকে যে ধরনের অংশ ছিল তা থেকে তারা অনেকটাই পিছিয়ে গেছে।

সর্বশেষ খবর