সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
কাশ্মীর সীমান্ত

ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলি

 ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলি

কাশ্মীরের উড়িতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এর ফলে সীমান্তের দুই পাশের গ্রামগুলোর শত শত বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

গোলাগুলির এই ঘটনায় চির বৈরী দেশ দুইটির মধ্যে প্রায় ১৫ বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনার জন্য উভয় দেশ একে অপরকে দোষারোপ করেছে। তবে কী কারণে নতুন করে গোলা বিনিময় শুরু হয়েছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চলতি মাসে কাশ্মীরে ভারতীয় এক সেনা শিবিরে চালানো হামলায় ছয় সেনা নিহত হওয়ার পর থেকেই দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত বলেছে, এর জন্য পাকিস্তানকে কড়া মূল্য দিতে হবে। ২০০৩ সালে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে এই প্রথম গোলাবর্ষণে ভারী কামান ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। দেশ দুটির  সেনাবাহিনী গত কয়েক বছর ধরেই এই সীমান্তে পরস্পরের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও মর্টারের গোলা বিনিময় করে আসছিল। ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত দুইবার কাশ্মীর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভক্ত  কাশ্মীরের দুটি অংশ তাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু উভয়েই কাশ্মীরের পুরো মালিকানা দাবি করে আসছে। রয়টার্স।

সর্বশেষ খবর