বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

নতুন মেরুকরণে দুই কোরিয়া এপ্রিলে শীর্ষ বৈঠক

নতুন মেরুকরণে দুই কোরিয়া এপ্রিলে শীর্ষ বৈঠক

সিউলের প্রতিনিধি দলের সঙ্গে কিমের সাক্ষাৎ

দক্ষিণ কোরিয়ার পংচ্যাংয়ে শেষ হয়ে গেল সাদা অলিম্পিক বা শীতকালীন অলিম্পিক। এই ক্রীড়া আসর শুধু পদক জয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকল না। সব কিছু ছাড়িয়ে এই ক্রীড়া আসর কিছু দিন আগেও যুদ্ধাংদেহী দুই কোরিয়াকে সব চেয়ে কাছে আনতে চলেছে। মাস দুয়েক আগেও দুই দেশের মধ্যে ভয়ঙ্কর হুমকি-ধমকির মাঝে সীমাবদ্ধ ছিল তা এই প্রতিযোগিতা উধাও করে দিয়েছে। শান্তির বার্তা নিয়ে একে অপরকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে। সোমবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে বসেন কিম জং উনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে। সেখানেই ঠিক হয় আগামী এপ্রিলে দুই দেশের মধ্যে একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। সফর শেষে গতকাল দেশে ফিরে সিউলের প্রতিনিধি দলের প্রধান চুং ইইউ ইয়ং এ কথা জানিয়েছেন। গত এক দশকের বেশি সময় পর এই প্রথম দেশ দুটির মধ্যে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই কোরিয়াকে বিভক্তকারী বেসামরিক অঞ্চল পানমুনজমে অনুষ্ঠেয় এ বৈঠকে দুই দেশের শীর্ষ নেতৃত্ব অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ সময় দুই নেতা নিজেদের মাঝে একটি যোগাযোগ হটলাইন স্থাপন করবেন।

এদিকে পিয়ংইয়ং সফরে কী কী অর্জিত হয়েছে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে জানাতে চলতি সপ্তাহের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলটির ওয়াশিংটন সফরে যাওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়নহ্যাপ একথা জানিয়েছে। সিএনএন, বিবিসি।

সর্বশেষ খবর