বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ত্রিপুরায় জয় পেয়েই লেনিনের মূর্তি ভাঙল বিজেপি

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে দুদিন হলো। এরই মধ্যে রাজ্যের রাজধানী আগরতলার কেন্দ্রের কাছে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক বেলোনিয়ায় ভ্লাদিমির ইলিচ লেনিনের একটি মূর্তি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন বিজেপি সমর্থকরা। নির্বাচনে টানা দুই দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা বামফ্রন্ট সরকারকে পরাজিত করে বিজেপি জয় পাওয়ার পর ত্রিপুরার রাজধানী আগরতলাসহ বিভিন্ন স্থানে সহিংসতাও শুরু হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার ধরে ধারাবাহিক সহিংসতার পর মঙ্গলবার তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে ত্রিপুরা পুলিশ। সোমবার রাতেই রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতার চারটি অভিযোগ পাওয়ার কথাও জানিয়েছে তারা। তবে বিজেপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। এনডিটিভি।

সর্বশেষ খবর