শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা
আন্তর্জাতিক নারী দিবস পালিত

কথা বলতে শুরু করেছেন নারী

কথা বলতে শুরু করেছেন নারী

বিশ্ব নারী দিবসে স্পেনের নারীরা অধিকার আদায়ে কর্মবিরতি পালন করেছেন। এসময় তারা পেশিবহুল পুরুষ ভাস্কর্যে আচ্ছাদন পরিয়ে দেন —এএফপি

নারীরা নিজেদের কথা বলতে শুরু করেছেন। কিন্তু এখনো অনেক পথ চলার বাকি। অধিকারের লড়াই আরো তীব্র করতে হবে। এই মন্তব্য জাতিসংঘের নারী বিষয়ক বিভাগের প্রধান ফুমজিলা ম্লামবো নকুকার। গতকাল পালন হল আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু একুশ শতকে দাঁড়িয়ে বিশ্ব জুড়ে আজও কী নারীরা তাদের প্রাপ্য পাচ্ছেন ? প্রশ্নটা সবার। কার্যত সব নারীর সেই স্বরই শোনা গেল জাতিসংঘের নারী বিষয়ক বিভাগের প্রধানের কথায়। সংবাদসংস্থা এপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নারীরা আজও নির্যাতিত। তবে আনন্দের কথা যে, বিশ্বের বিভিন্ন প্রান্তে নারীরা তাঁদের হেনস্থার কথা জানাচ্ছেন। তাদের অধিকারের কথা বলছেন। তারা আর মুখ বুঁজে থাকছেন না। তারা বলিষ্ট হচ্ছেন। কিন্তু সংখ্যাটা কম। হতাশার বিষয়টি হচ্ছে, এখনো অধিকাংশ ঘটনাই প্রকাশ পাচ্ছে না। তবে নকুকা আশাবাদী। তাঁর মতে, আগামী দিনে আরো বেশি নারী তাঁদের হেনস্থার বিরুদ্ধে রুখে দাড়াবেন।

সর্বশেষ খবর