শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রাশিয়ায় হামলা হলে বিশ্বে বিপর্যয় নেমে আসবে : পুতিন

রাশিয়ায় হামলা হলে বিশ্বে বিপর্যয় নেমে আসবে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের ওপর কেউ যদি হামলার চেষ্টা করে তাহলে মস্কোর পক্ষ থেকে এমন জবাব দেওয়া হবে যাতে মানবসভ্যতার জন্য বিপর্যয় নেমে আসবে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে বুধবার এক সাক্ষাৎকারে পুতিন এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন ‘কেউ যদি রাশিয়াকে ধ্বংসের সিদ্ধান্ত নেয় তাহলে তখন আমাদের পাল্টা হামলা চালানোর অধিকার এসে যাবে এবং এর মানে হচ্ছে বিশ্বব্যাপী মানবসভ্যতার জন্য বিপর্যয় নেমে আসবে। কিন্তু রাশিয়ার একজন নাগরিক এবং প্রেসিডেন্ট হিসেবে আমি জানতে চাই, যদি রাশিয়া না থাকে তাহলে কী ধরনের বিশ্ব হবে?’ পুতিন পরিষ্কার করে বলেন, রাশিয়া পরমাণু হামলার শিকার না হলে কখনোই অন্য কোনো দেশের ওপর মস্কো পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালাবে না।’ এর এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট পুতিন তার বার্ষিক ‘ইউনিয়ন অব দ্য স্টেট’ বক্তৃতায় বলেছিলেন, কেউ যদি রাশিয়ার ওপর হামলা চালায় তবে রাশিয়াও পাল্টা পরমাণু অস্ত্র দিয়ে জবাব দেবে। ডেইলি মেইল।

সর্বশেষ খবর