শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

নার্ভ গ্যাস প্রয়োগ করা হয়েছে রুশ গুপ্তচরের ওপর

সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়েকে হত্যা চেষ্টায় নার্ভ গ্যাস প্রয়োগ করা হয়েছে। এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে স্নায়ু বিকল হয়ে যায়। এতে আক্রান্ত ব্যক্তি ধুঁকে ধুঁকে মারা যায়। ওই রুশ গোয়েন্দা এবং তার মেয়েকে রবিবার একটি পার্কে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের উদ্ধারে যাওয়া একজন পুলিশ কর্মকর্তা এখন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

এ ঘটনায় তোলপাড় চলছে। সন্দেহের আঙ্গুল তোলা হয়েছে রাশিয়ার দিকে। কিন্তু রাশিয়া বলছে, এটা হলো বৃটিশদের একটা ‘গুজব’। তবে রাশিয়া থেকে বলা হয়েছে, সামনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্বাচন। তাকে বিব্রত করতেই এটা একটা চক্রান্ত। নার্ভ এজেন্ট কী?: নার্ভ এজেন্ট হচ্ছে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিষাক্ত রাসায়নিক যা স্নায়ুতন্ত্রকে বিকল বা অকার্যকর করে দিতে পারে এবং দৈহিক কর্মক্ষমতা বন্ধ হয়ে যেতে পারে। সাধারণভাবে মুখ অথবা নাক দিয়ে এই রাসায়নিক দেহে প্রবেশ করানো হয় কিন্তু চোখ বা ত্বক তা শোষণ করতে পারে। সরকারি বিজ্ঞানীরা শনাক্ত করেছেন সাবেক রুশ এজেন্ট ও তার মেয়েকে নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছে। এটিকে ‘হত্যা চেষ্টার’ সন্দেহ করা হচ্ছে । বিবিসি।

সর্বশেষ খবর