শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা
গবেষণা প্রতিবেদন

জলবায়ু পরিবর্তনে বিশ্বে নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত

জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এখন সরগরম গোটা বিশ্ব। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। সাম্প্রতিক  বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে পুরুষদের চেয়ে নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের পরিসংখ্যান বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তচ্যুত মানুষের ৮০ শতাংশই নারী। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত একটি পরিবারে নারীরা অন্য সদস্যদের খাবার তৈরি ও যত্নের দায়িত্বে থাকেন। তাই বন্যা বা খরার সময়গুলোতে সংসার চালিয়ে নেওয়া তাদের জন্য আরও কঠিন হয়ে পড়ে।  জলবায়ু পরিবর্তনজনিত কারণে মধ্য আফ্রিকার চাদ হ্রদের আয়তন ৯০ শতাংশ হ্রাস পাওয়ার পর ওই অঞ্চলের যাযাবর নৃগোষ্ঠীগুলো ঝুঁকির মুখে পড়ে। হ্রদের তটরেখা সরে যাওয়ার পর নারীদের আরও অনেকটা দূরে হেঁটে গিয়ে পানি সংগ্রহ করতে হতো। অ্যাসোসিয়েশন অব ইনডিজেনাস ওমেন অ্যান্ড পিপল অব চাদ (এএফপিএকটি) এর সমন্বয়ক হিনদৌ ওউমারৌ ইব্রাহিম বলেন, ‘শুষ্ক ঋতুতে পুরুষেরা শহরে চলে যায় এবং সমাজের দায়িত্ব নারীদের হাতে ছেড়ে যায়।’ বিবিসি।

সর্বশেষ খবর