রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শ্রীলঙ্কায় দাঙ্গা তদন্তে বিচার বিভাগীয় কমিটি

শ্রীলঙ্কায় দাঙ্গা তদন্তে বিচার বিভাগীয় কমিটি

শ্রীলঙ্কার মধ্যাঞ্চলীয় জনপ্রিয় পর্যটননগরী ক্যান্ডিতে মুসলিমবিরোধী দাঙ্গা তদন্তে অবসরপ্রাপ্ত তিন বিচারক নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার দফতরের এক বিবৃতিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার পুবে অবস্থিত ক্যান্ডিতে গত সপ্তাহের রবিবার শুরু হওয়া চার দিনের বৌদ্ধ-মুসলিম দাঙ্গায় কমপক্ষে তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ২০ জন। সেইসঙ্গে মুসলমানদের দুই শর অধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়। পুলিশের দেওয়া তথ্যমতে, স্থানীয় সিংহলিজ বৌদ্ধরা ১১টির মতো মসজিদ ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। দাঙ্গার সঙ্গে জড়িত সন্দেহে প্রধান উসকানিদাতা অমিত উইরাসিংহেসহ ১৫০ জনের অধিক ব্যক্তিতে গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, দাঙ্গা দমনে কর্তৃপক্ষ প্রথম দিকে ক্যান্ডিতে কারফিউ জারি করেছিল। তা সত্ত্বেও পরিস্থিতি শান্ত না হওয়ায় সেখানে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছিল। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও দাঙ্গা যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সেজন্য সরকার দেশজুড়ে ১০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছিল। এতে দাঙ্গার পঞ্চম দিনের মাথায় বৃহস্পতিবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এনডিটিভি।

সর্বশেষ খবর