রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভারত-ফ্রান্স ১৪ চুক্তি স্বাক্ষর

প্রতিরক্ষা-নিরাপত্তায় দিল্লি-প্যারিস বলিষ্ঠ সহযোগিতা

কলকাতা প্রতিনিধি

চার দিনের সফরে শুক্রবার ভারতে  পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এ সফরে দেশ দুটির মধ্যে ১৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল দিল্লির হায়দরাবাদ হাউসে দুই দেশের মধ্যে ১৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চুক্তি হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট যৌথ সাংবাদিক সম্মেলন করেন। এ সময় প্রধানমন্ত্রী মোদি বলেন ‘আমাদের কৌশলগত অংশীদারিত্ব ২০ বছরের পুরানো হতে পারে কিন্তু আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিক সম্পর্ক তার থেকেও পুরানো।’ আর ম্যাক্রো বলেন, ‘আমরা এশীয় অঞ্চলে আমাদের প্রথম কৌশলগত অংশীদার হিসেবে ভারতকে চাই এবং আমরা চাই ইউরোপে তথা পশ্চিম বিশ্বেও আমাদের প্রথম কৌশলগত অংশীদার হোক ভারত।

সর্বশেষ খবর