রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দুই শর্তে মুলারকে সাক্ষাৎকার দেবেন ট্রাম্প

দুই শর্তে মুলারকে সাক্ষাৎকার দেবেন ট্রাম্প

রবার্ট মুলার

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প শিবির ও রাশিয়ার মধ্যকার কথিত আঁতাতের বিষয়টি তদন্ত করছেন সরকারের বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার। এ তদন্তে অনেকদিন ধরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষ্য নেওয়ার চেষ্টা করছে মুলারের তদন্তদল। কিন্তু কোনোভাবেই তা হয়ে ওঠছে না। তবে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি শর্তে নিজেদের মক্কেল ট্রাম্পকে প্রধান কৌঁসুলি মুলারের মুখোমুখি করানোর কথা বিবেচনা করছেন ট্রাম্পের আইনজীবীরা। শর্ত দুটির একটি হলো, ওই আঁতাত তদন্তে ট্রাম্পের সঙ্গে সম্পর্কিত অংশটির তদন্তকাজ একটি নির্দিষ্ট সময়সীমা যেমন ৬০ দিনের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দিতে হবে বিশেষ কৌঁসুলিকে। আর দ্বিতীয়টি হলো ট্রাম্পকে জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু সীমাবদ্ধ করার ব্যাপারেও সম্মত হতে হবে বিশেষ কৌঁসুলিকে। তবে রবাট মুলার এ শর্ত মেনে নেবেন এমন সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। বিজনেস ইনসাইডার।

সর্বশেষ খবর