বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

গাজায় ফিলিস্তিন প্রধানমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলা

গাজায় ফিলিস্তিন প্রধানমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলা

রামি হামাদাল্লাহ

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামাদাল্লাহ গাজা উপত্যকায় প্রবেশের সময় তার গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় প্রধানমন্ত্রী অক্ষত অবস্থায় রয়েছেন। আলজাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজায় ইসরায়েলের সঙ্গে লাগোয়া বেইত হানুন তল্লাশি চৌকি পার হওয়ার সময় গতকাল হামাদাল্লাহ ও তার গাড়িবহরে এ হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। দেশটির  প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ এই বোমা হামলার জন্য হামাসকে দায়ী করেছেন। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য হুসেন আল শেখ বলেন, এ অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য হামাস দায়ী। এক দশকের বেশি সময় ধরে ইসরায়েল ও মিসরের অবরোধের মুখে পড়ে পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। তার ওপর ফিলিস্তিনের ক্ষমতাসীন রাজনৈতিক দল ফাতাহ ও জাতিমুক্তি আন্দোলনের সংগঠন হামাসের দ্বন্দ্বের কারণে অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। ২০০৭ সালে গাজা উপত্যকার নির্বাচনে জয়লাভের পর তারা সেখান থেকে ফাতাহর নিয়ন্ত্রণ কেড়ে নেয়। সে সময় থেকেই হামাস ও ফাতাহর মধ্যে টানাপড়েন বৃদ্ধি পেতে থাকে। আর তখন থেকে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল ও মিসর।

তারা গাজায় যে কোনো পণ্যসামগ্রী আমদানি-রপ্তানিতে কড়া নিয়ন্ত্রণ আরোপ করে।

সর্বশেষ খবর