বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

কংগ্রেসকে ছাড়াই জোট করছেন মমতা

ভারতের রাজনীতি

ভারতের রাজনীতিতে ক্ষমতাসীন বিজেপিবিরোধী একটা ঐক্য গড়ে উঠছে দ্রুতই, উত্তরপ্রদেশের উপনির্বাচনে একজোট হয়ে যা দেখিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি। আর বিরোধী জোট গড়ার প্রক্রিয়া শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা কংগ্রেসকে বাদ দিয়ে। মমতা অবশ্য পাশে পেয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে। সোমবার পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে দুই মুখ্যমন্ত্রীর দুঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষে চন্দ্রশেখর বলেন, ‘বিজেপির উপর রাগ হলে কংগ্রেস এসে যাবে। তাতে কী লাভ হবে? কংগ্রেস এবং বিজেপি উভয়েরই প্রশাসন দেশের পক্ষে ক্ষতিকারক। তাই বিকল্প হলো মুক্তমনের নেতাদের নিয়ে ফেডারেল ফ্রন্ট। আমরা সেটাই চাইছি।’ মমতার বক্তব্য, ‘সব দলের একে অপরকে সম্মান করা উচিত। কিন্তু রাহুল গান্ধী আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। তারা তাদের কথা বলতেই পারেন। আমরা আমাদের কথা বলব। ভবিষ্যতে বোঝা যাবে।’ আনন্দবাজার।

সর্বশেষ খবর