বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা
আগ্রাসনের ১৬ বছর

এখনো ইরাক যুদ্ধের প্রশ্নে বিভক্ত যুক্তরাষ্ট্র

মিথ্যা তথ্যের ভিত্তিতে ইরাকে বোমা হামলা শুরু করেছিল। সেই আগ্রাসন এখনো চলছে। আর আগ্রাসনের ১৫ বছর পার হলো গতকাল। ইরাক আগ্রাসনের ১৬ বছরে এসে প্রায় অর্ধেক মার্কিনি (৪৮%) মনে করছে, সামরিক হস্তক্ষেপ ভুল ছিল। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে উঠে এসেছে এই তথ্য। ২০০৩ সালে যুদ্ধকালীন পরিচালিত জরিপে একই প্রতিষ্ঠানের পরিসংখ্যানে দেখা যায়, মাত্র ২২ শতাংশ মানুষ সে সময় যুদ্ধকে ভুল বললেও এতে সমর্থন ছিল ৭১ শতাংশ মার্কিনির। ১৬ বছরে এসে খোদ যুক্তরাষ্ট্রে সেন্টার ফর কন্সটিটিউশনাল রাইটস (সিসিআর) নামের একটি সংস্থা ইরাক হামলাকে অবৈধ আখ্যা দিয়েছে। নতুন একটি শান্তি আন্দোলনের ডাক দিয়েছে নিউইয়র্কভিত্তিক ওই মানবাধিকার সংগঠন। ১০০০ মার্কিন টোমাহক-রকেট ইরাকের আকাশের দখল নিয়েছিল ২০০৩ সালের ২০ মার্চ। প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ‘চূড়ান্ত ইনসাফ প্রতিষ্ঠা’র (অপারেশন ইনফিনিট জাস্টিস) ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় মাঝরাতে বাগদাদ জেগে উঠেছিল বোমার শব্দে। গত ১৫ বছরে হারিয়ে গেছে আনুমানিক ৩৪ লাখ লাখ মানুষ।

সর্বশেষ খবর