বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মার্কিন রাষ্ট্রদূতকে গালি দিলেন আব্বাস

ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সমর্থন দেওয়ায় ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যানকে গালি দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার রামাল্লায় ফিলিস্তিনি নেতাদের এক বৈঠকে আব্বাস ওই মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একই বৈঠকে গত সপ্তাহে গাজায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর গাড়িবহরে বোমা হামলার জন্য হামাসকে দায়ী করেন তিনি। এতে আলোচিত হামাস-ফাতাহর পুনর্মিলন বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। পশ্চিমতীরে বসতি স্থাপনকারী ইহুদিরা তাদের ‘নিজস্ব ভূমিতে বসতি’ গড়ে তুলছে মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যান বসতি স্থাপনকারীদের প্রতি তার সমর্থন জানিয়েছিলেন। ফ্রিডম্যানের এই মন্তব্যে ক্ষিপ্ত আব্বাস বলেন, ‘কুকুরের বাচ্চাটি বলেছে তারা তাদের নিজেদের ভূমিতে আবাস গড়ে তুলছে? সে নিজে একজন বসতি স্থাপনকারী, তার পরিবারও বসতি স্থাপনকারী, আর এই ব্যক্তিই তেল আবিবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তার কাছে আমরা আর কী আশা করবো?’ হারেটজ নিউজ।

সর্বশেষ খবর