বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

উ. কোরিয়াকে আগলেই রাখল চীন

কিমের চার দিনের সফর টের পেল না কেউ

উ. কোরিয়াকে আগলেই রাখল চীন

কিম জং উন

বিশাল ট্রেনের বহর। একটি নয় তিনটি। সেই ট্রেন উত্তর কোরিয়া থেকে চীনের বেইজিংয়ে পৌঁছাল। এর চার দিন পর সেই ট্রেন উত্তর কোরিয়ায় ফিরে এলো কিন্তু ঘুণাক্ষরেও কেউ টের পাননি কে ছিলেন সেই ট্রেনে। অবশেষে জানা গেল সেই ট্রেনের যাত্রী ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যিনি কথায় কথায় পরমাণু অস্ত্রের হুমকি দেন। দক্ষিণ কোরিয়া তো প্রায়ই বলে, উত্তর কোরিয়ায় কোনো গাছের পাতা পড়লেই তারা টের পায়। কিন্তু উত্তর কোরিয়ার নেতা চার দিন চীনে থাকলেন কিন্তু দক্ষিণ কোরিয়া বুঝতেই পারেনি। অবশ্য ট্রেনটি চীন থেকে উত্তর কোরিয়ায় ফেরার পথে এর গতিবিধি দেখে প্রথম আভাস পাওয়া গিয়েছিল। তারপর দুই দিন জল্পনা-কল্পনার শেষে পাকা খবর দেয় চীন। হ্যাঁ, কিম জং উন সস্ত্রীক বেইজিংয়ে ছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সঙ্গে শীর্ষ বৈঠকের প্রস্তুতি হিসেবেই এ গোপন সফর করেন কিম। সরকারি সফরের স্বীকৃতি না থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ার নেতার সফরসূচিতে সরকারি সফরের প্রায় সব লক্ষণই দেখা গেছে। গার্ড অব অনার থেকে শুরু করে তার সম্মানে গ্রেট হল অব দ্য পিপলে বিশেষ ভোজের আয়োজন করা হয়েছিল। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং দিয়াওইউতাই গেস্ট হাউসে কিম জন উনের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো দৃশ্যে শি ও কিমের মধ্যে উষ্ণ সম্পর্ক লক্ষ্য করা গেছে। উত্তর কোরিয়ার নেতা দেশে ফিরে যাওয়ার পর মুখ খোলেন চীনা নেতৃত্ব। সে দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে চীন বদ্ধপরিকর। কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমাতে চীন জোরালো উদ্যোগ নিচ্ছে। কিমের সফরের পর চীনা নেতৃত্ব সরাসরি মার্কিন প্রশাসনকে সে বিষয়ে জানিয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কিমের ব্যক্তিগত বার্তা হাতে তুলে দিয়েছে। কিম চীনা নেতৃত্বকে বলেছেন, তিনি পরমাণু নিরস্ত্রীকরণ ও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ সর্বোচ্চ নেতার চীন সফরের খবর দিলেও পরমাণু অস্ত্র বর্জনের অঙ্গীকারের কোনো উল্লেখ করেনি। কিন্তু প্রশ্ন হলো, আচমকা কেন চীন সফরে কিম? আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই সাম্প্রতিককালে বিভিন্ন বিষয় নিয়ে দুই কমিউনিস্ট দেশের মধ্যে দূরত্ব বাড়ছিল। তার ওপর আগামী মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠকের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। বিবিসি।

সর্বশেষ খবর