শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিচারের মুখোমুখি হতে হবে সৌদি আরবকে

টুইন টাওয়ারে হামলা

যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহতম ৯/১১ হামলার ঘটনায় বিচারের মুখোমুখি হতে হবে সৌদি আরবকে। নিউইয়র্কের এক বিচারক এমনই নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ অনুযায়ী শতকোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে সৌদি আরবের বিরুদ্ধে করা একটি মামলা চলমান থাকবে। সৌদি আরব সব সময়ই বলে আসছিল যে, বিমান ছিনতাই ঘটনায় রিয়াদ কোনো ধরনের সহায়তা করেছিল এমন কোনো প্রমাণ নেই। কিন্তু বিচারক জর্জ ড্যানিয়েলস বলেছেন, ২০১৬ সালের সন্ত্রাসবাদবিরোধী আইন অনুযায়ী সৌদি আরবের বিরুদ্ধে ওঠা অভিযোগটির যুক্তিসঙ্গত ভিত্তি আছে বলেই মনে করেন তিনি। তিনি অবশ্য সৌদি আরবের একটি ব্যাংক ও নির্মাণ কোম্পানি আল-কায়েদাকে সহায়তা করেছিল এমন অভিযোগ খারিজ করে দিয়েছেন। ৯/১১-এর ওই বিমান হামলায় ধসে পড়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর নিহত হয়েছিল প্রায় তিন হাজার মানুষ। ওয়াশিংটনে পেন্টাগন ও পেনসিলভানিয়াতেও বিমান হামলা হয়েছিল। আর হামলাকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিল সৌদি নাগরিক।

সর্বশেষ খবর