শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মানবশরীরে নয়া অঙ্গ!

মানবশরীরে নয়া অঙ্গ!

মানবশরীর অনেকগুলো অঙ্গ দিয়ে তৈরি। চিকিৎসা বিজ্ঞানের এতদিন দাবি ছিল তারা দেহের সব অঙ্গ-প্রত্যেঙ্গের দেখা পেয়েছেন। কিন্তু নতুন গবেষণা বলছে না মানব শরীরের অন্যতম একটি অঙ্গের খোঁজই এতদিন কেউ পায়নি। মানুষের শরীরে এই অঙ্গটির নাম ‘ইন্টারস্টিশিয়াল’, যা দেহের অন্যতম বৃহৎ। আর এর সম্পর্কে ঠিকমতো জানা গেলে হয়তো ক্যান্সার-রহস্যও সমাধান হবে। গত পরশু ‘সায়েন্টিফিক রিপোর্ট’-এ প্রকাশিত গবেষণাপত্রে এই দাবি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। তারা জানাচ্ছেন, সদ্য খোঁজ পাওয়া এই ‘ইন্টারস্টিশিয়াল’ হলো ফ্লুইড বা দেহরস ও কলাকোষের সমষ্টি, যা সারা শরীরে জালের মতো ছড়িয়ে রয়েছে। হৃৎপিণ্ড বা যকৃতের যেমন আলাদা আলাদা কাজ, এদেরও নির্দিষ্ট দায়দায়িত্ব রয়েছে।

মানবদেহের দুই-তৃতীয়াংশই পানি। বেশিটাই কোষবন্দি অবস্থায়। বাকি তরলের ২০% ‘ইন্টারস্টিশিয়াল’। ‘ইন্টার’ শব্দের অর্থ ‘মধ্যবর্তী’। আর ‘স্টিশিয়াল’ বলতে ‘অবস্থান’। অর্থাৎ দুটি অংশের মাঝখানে থাকা তরল। এই মধ্যবর্তী তরল ও কলাকোষকে একসঙ্গে বলে ‘ইন্টারস্টিশিয়াল’। গোটা দেহে ছড়িয়ে রয়েছে সেটি। পাকস্থলী থেকে শ্বাসযন্ত্র, এমনকি ত্বকের ঠিক নিচে থাকে এটি। তবে ‘ইন্টারস্টিশিয়াল’ যে সম্পূর্ণ আলাদা একটি অঙ্গ, তার প্রমাণ পেতে আরও গবেষণা প্রয়োজন, বলছেন বিজ্ঞানীরাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর