শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

কিমের সঙ্গে সাক্ষাৎ হবে কিন্তু চাপ কমবে না : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয় নেতা কিম জং-উনের সঙ্গে তার সাক্ষাৎ নির্ধারিত সময়ে হবে ঠিকই কিন্তু তা সত্ত্বেও পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞা অব্যাহত রাখা হবে। বুধবার এক টুইটার বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যতক্ষণ উত্তর কোরিয়া নিজের পরমাণু অস্ত্র ধ্বংস না করছে ততক্ষণ ‘যে কোনো মূল্যে’ চাপপ্রয়োগ অব্যাহত থাকবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে কিম জং-উনের সাম্প্রতিক সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। ট্রাম্প তার টুইটার বার্তায় লিখেছেন, ‘গতরাতে শি জিনপিংয়ের কাছ থেকে আমি  বার্তা পেয়েছি যে কিম সঙ্গে তার সাক্ষাৎ ফলপ্রসূ হয়েছে এবং কিম আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছেন।’ ট্রাম্প আরও লিখেছেন, ‘ততদিনে যে কোনো মূল্যে (উত্তর কোরিয়ার ওপর) সর্বোচ্চ নিষেধাজ্ঞা ও চাপ অব্যাহত রাখা হবে।’ বিবিসি

সর্বশেষ খবর