শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

চুরি ঠেকাল মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ভুয়া সুইফট মেসেজের মাধ্যমে অর্থ স্থানান্তরের চেষ্টা শনাক্ত করার পর তারা তা ঠেকিয়ে দিয়েছে। গতকাল এক বিবৃতিতে ব্যাংকটি জানিয়েছে, মঙ্গলবার ওই হ্যাকিং চেষ্টায় তাদের কোনো আর্থিক ক্ষতি হয়নি। সুইফট এবং অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত যোগাযোগের মাধ্যমে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক অনুনোমোদিত অর্থ স্থানান্তরের সব চেষ্টা তাত্ক্ষণিকভাবে আটকে দিয়েছে।

সর্বশেষ খবর