মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

‘পুড়ে ছাই’ চীনের মহাকাশ যান

‘পুড়ে ছাই’ চীনের মহাকাশ যান

চীনের অকেজো মহাকাশ গবেষণাগার তিয়ানগং-১ পৃথিবীর বায়ুমণ্ডলে  প্রবেশের পর খণ্ড খণ্ড হয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পড়েছে। এর আগে যানটির বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সকালে পৃথিবীতে পুনঃপ্রবেশের সময় এর ‘অধিকাংশই’ জ্বলে যায় বলে জানিয়েছে চীনের মহাকাশ বিষয়ক কর্তৃপক্ষ। মার্কিন বিমান বাহিনীর ১৮তম মহাকাশ নিয়ন্ত্রণ স্কোয়াড্রন জানিয়েছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপরে তিয়ানগং-১ এর পুনঃপ্রবেশের সময় তারাও এটিকে শনাক্ত করেছে। যুক্তরাষ্ট্রের এই স্কোয়াড্রনটি পৃথিবীর কক্ষপথে থাকা সব কৃত্রিম বস্তুকে শনাক্ত ও অনুসরণ করে থাকে। বিবিসি।

সর্বশেষ খবর