বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সিরিয়া যুদ্ধের ব্যয় মেটাবে সৌদি : ট্রাম্প

সাত বছর আগে শুরু হয়েছে সিরিয়া যুদ্ধের। এবার এই যুদ্ধের সামরিক ব্যয় সৌদি আরবকে মিটানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সৌদি আরব যদি সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত দেখতে চায় তাহলে তাদের ওয়াশিংটনকে অর্থ পরিশোধ করতে হবে। মঙ্গলবার হোয়াইট হাউসে বাল্টিক অঞ্চলের তিন দেশের নেতাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমরা আইএসকে পরাজিত করার কাজ প্রায় শেষ করে ফেলেছি। শিগগিরই আমরা অন্যদের সঙ্গে সমন্বয়ের ব্যাপারে একটি নতুন পরিকল্পনায় আসব। আমাদের সিদ্ধান্তের ব্যাপারে সৌদি আরব খুবই আগ্রহী। আমি তাদের বলে দিয়েছি, আপনারা চাইছেন যুক্তরাষ্ট্র সিরিয়ায় অবস্থান করুক। তাহলে আপনারাই হয়তো এর জন্য অর্থ পরিশোধ করতে যাচ্ছেন। এর আগে সোমবার   সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় যুক্তরাষ্ট্র-সৌদি কৌশলগত অংশীদারিত্ব এবং ফিলিস্তিন-ইসরায়েল শান্তি পরিকল্পনাসহ আঞ্চলিক বিভিন্ন  বিষয়ে আলোচনা করেন। ট্রাম্পের পক্ষ থেকে এর আগেও সিরিয়া থেকে মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। আর গত পরশু আবার বলেছেন, তিনি চান সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে তাদের মেক্সিকো সীমান্তে স্থানান্তর   করুক। আর ট্রাম্প এমন সময়ে সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি বজায় রাখতে সৌদি আরবের কাছ থেকে অর্থ দাবি করলেন যখন রাশিয়ার সহযোগিতায় সিরিয়ায় নিজের অবস্থান সুসংহত করছেন দেশটির প্রেসিডেন্ট  বাশার আল আসাদ। আলজাজিরা

সর্বশেষ খবর