বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

উৎস রাশিয়া কিনা তা ব্রিটিশ বিজ্ঞানীদের এখনো অজানা

গুপ্তচরকে বিষাক্ত গ্যাস প্রয়োগ

গুপ্তচর সের্গেই স্ক্রিপালের বিরুদ্ধে ব্যবহৃত বিষ ঠিক কোন দেশ থেকে এসেছে, ব্রিটিশ বিজ্ঞানীরা তা শনাক্ত করতে পারেননি। ব্রিটিশ কর্তৃপক্ষ ধরে নিয়েছিলেন, বিষের উৎস রাশিয়া বলে পরীক্ষা-নিরীক্ষায় প্রমাণ হবে। ব্রিটিশ সামরিক বাহিনীর পোর্টন ডাউন ল্যাবরেটরি মঙ্গলবার ঘোষণা করে,  সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের বিরুদ্ধে যে স্নায়ুর বিষ ব্যবহার করা হয়েছে, তার সঠিক উৎস নির্ধারণ করা সম্ভব হয়নি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন গত মার্চ মাসে ডয়চে ভেলেকে প্রদত্ত সাক্ষাৎকারে দাবি করেছিলেন, বিষ যে রাশিয়া থেকে এসেছে, পোর্টন ডাউনের কাছে তার প্রমাণ আছে। পোর্টন ডাউন পরীক্ষাগারের মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা গ্যারি এইটকেনহেড স্কাই নিউজকে জানিয়েছেন, ‘বিষয়টি নভিচক নামের একটি সামরিক পর্যায়ের স্নায়ুর বিষ বলে আমরা শনাক্ত করতে পেরেছি। তবে বিষের সঠিক উৎস আমরা নির্ধারণ করতে পারিনি, তবে আমরা সরকারকে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক তথ্য প্রদান করেছি। এখন সরকার সেই তথ্য অপরাপর সূত্রের সঙ্গে জুড়ে তাদের সিদ্ধান্তে পৌঁছেছেন।’ এদিকে, রাশিয়ার অনুরোধে গতকাল দ্য হেগ-এ রাসায়নিক সমরাস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন ওপিসিডাব্লিউয়ের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।’ ডয়েচে ভেলে

সর্বশেষ খবর