শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দুর্নীতির দায়ে কারাগারে লুলা

ব্রাজিল সুপ্রিম কোর্টের রায়

দুর্নীতির দায়ে কারাগারে লুলা

দুর্নীতির অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তাই চূড়ান্ত আপিল শুনানি হওয়া পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হচ্ছে। গতকাল সুপ্রিম কোর্ট লুলার একটি আবেদনের ওপর দীর্ঘ শুনানি শেষে এ রায় দিয়েছে। ঘুষ গ্রহণের এক মামলায় লুলার বিরুদ্ধে ১২ বছরের কারাদণ্ডাদেশ আছে; আপিল চলাকালীন সময়ে তিনি মুক্ত থাকতে চেয়েছিলেন। ১১ জন বিচারকের মধ্যে ছয়জনের ভোট আদেশের পক্ষে পড়েছে;  বাকি পাঁজন আপিলের সময় সাবেক প্রেসিডেন্টের জামিনের পক্ষে ছিলেন। দেশটিতে আপিল চলাকালীন সময় অভিযুক্তরা কারাগারের বাইরে থাকার সুযোগ পেয়েই আসছিলেন। যদিও সুপ্রিম  কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারক লুলার ক্ষেত্রে ২০১৬ সালে  দেওয়া নিম্ন আদালতের এ সংক্রান্ত এ রায়কে প্রাধান্য দিয়েছেন। প্রথম আপিলে হেরে যাওয়ার পর সাজাপ্রাপ্তকে যেখানে কারাগারে পাঠানোর আদেশ  দেওয়া হয়েছিল। বিবিসি।

সর্বশেষ খবর