শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ফরাসি পার্লামেন্টের আসন সংখ্যা কমানোর পরিকল্পনা

সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ফরাসি সরকার দেশটির পার্লামেন্টের আসন সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ কমিয়ে আনার একটি পরিকল্পনা ঘোষণা করেছে। সূত্র জানায়, কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এ পরিবর্তন বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী এদ্যুয়া ফিলিপ ও বিরোধীদল নিয়ন্ত্রিত সিনেট একমত হয়েছে। আসন সংখ্যা এক তৃতীয়াংশ কমিয়ে আনার পাশাপাশি পার্লামেন্টের ১৫ শতাংশ সদস্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছেন ফিলিপ। মূলত, দেশটির   প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবেই এ সংস্কার।

সর্বশেষ খবর