বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মালয়েশিয়ায় নির্বাচন ৯ মে ‘গুরু শিষ্য’ লড়াই!

মালয়েশিয়ায় নির্বাচন ৯ মে ‘গুরু শিষ্য’ লড়াই!

মাহাথির মোহাম্মদ, নাজিব রাজাক

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন হবে আগামী ৯ মে। দেশটির নির্বাচন কমিশন গতকাল এ ঘোষণা দিয়েছে। এবারের নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ২২ বছর দেশটি শাসনকারী মাহাথির মোহাম্মদ। এর ফলে ওই নির্বাচনে ক্ষমতাসীন জোট তাদের ৬১ বছরের ক্ষমতা ধরে রাখার জন্য সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়তে পারে বলে ইঙ্গিত মিলছে বিভিন্ন মিডিয়ার খবরে। ক্ষমতাসীন জোটের প্রধানমন্ত্রী নাজিব রাজাক এই নির্বাচনে বড় ধরনের চাপের মুখে পড়েছেন। তিনি তার বারিসান ন্যাশনাল (বিএন) জোটকে বিজয়ী করতে পারেন কিনা তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এ ছাড়া রাজাকের বিরুদ্ধে কয়েক শত কোটি ডলার অর্থ দুর্নীতির অভিযোগ রয়েছে। এই অভিযোগ নির্বাচনে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। মূলত এই অভিযোগেই রাজাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার বলে পরিচিত ড. মাহাথির মোহাম্মদ। তার বয়স চলছে ৯২। আর নাজিব রাজাকের বয়স ৬৪ বছর। তিনি আবারও ক্ষমতা ফিরে পাওয়ার আশা করছেন। কিন্তু বিশ্লেষকরা কঠিন লড়াইয়ের পূর্বাভাষ দিয়েছেন। এই লড়াইটা আসছে তার পথপ্রদর্শক, তার সাবেক গুরু, সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

 তিনি ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর ক্ষমতায় ছিলেন। একটি সাধারণ সমাজ ব্যবস্থাকে তিনি এ সময়ে শিল্পোন্নত জাতিতে পরিণত হয়েছেন। ফলে তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। যদি তিনি এবার নাজিবকে পরাজিত করে ক্ষমতার মসনদে ফের বসতে পারেন তাহলে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী। এএফপি

সর্বশেষ খবর