বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মস্কোয় উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী

আগামী মে বা জুন মাসে বৈঠকে বসতে যাচ্ছেন দুই বৈরী দেশ যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দুই নেতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। দীর্ঘদিন অন্তঃমুখী থাকার পর উত্তর কোরিয়া এর মধ্যে বিভিন্ন দেশে কূটনৈতিক মিশন জোরদার করার কাজও শুরু করেছে। এর অংশ হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাই ইয়ং হো গতকাল মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন। একে ‘বিরল’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। বৈঠকের শুরুতে তিনি জানিয়েছেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি ও আন্তর্জাতিক রাজনীতি প্রমাণ দেয় যে, রাশিয়া ও উত্তর কোরিয়ার শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা জরুরি। এর আগে তিনি গত সপ্তাহে চীন সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। রাই ইয়ংয়ের সফরকে অঞ্চলটির জন্য ইতিবাচক বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রয়টার্স।

সর্বশেষ খবর