শিরোনাম
শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

অবশেষে নতুন পররাষ্ট্রমন্ত্রী পেল যুক্তরাষ্ট্র। সিআইএর সাবেক পরিচালক মাইক পম্পেওকে পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার সিনেটে ৫৭-৪২ ভোটে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক নির্বাচিত হন তিনি। গত মার্চে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনকে সরিয়ে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি টিলারসনের জায়গায় পম্পেওকে পররাষ্ট্র দফতরের দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু এজন্য সিনেটের অনুমোদনের প্রয়োজন ছিল। বৃহস্পতিবারের ভোটে রিপাবলিকান সিনেটররা সবাই পম্পেওর পক্ষে ভোট দিয়েছেন। তবে ডেমোক্র্যাট নেতাদের অভিযোগ, পম্পেও যুদ্ধবাজ এবং মুসলিম বিরোধীদের আশ্রয়দাতা। নতুন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর প্রশংসা করে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘তিনি এমন একজন যিনি সব সময় আমেরিকানদের সর্বাগ্রে রাখবেন। মাইকের মতো একজন দেশভক্ত আমাদের দেশের জন্য দারুণ সম্পদ হয়ে উঠবেন, বিশেষ করে ঐতিহাসিক এ সময়ে। তিনি তার অপার মেধা, শক্তি ও বুদ্ধিমত্তার সঙ্গে পররাষ্ট্র দফতর পরিচালনা করবেন।’ এরই মধ্যে পম্পেও উত্তর কোরিয়া সফর করে এসেছেন। ওই সফর সফল হয়েছে বলে দাবি ট্রাম্পের। সিএনএন।

সর্বশেষ খবর