বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

আজ মারা যাবেন গুডঅল

আজ মারা যাবেন গুডঅল

গত মাসে ১০৪ বছরে পা দিয়েছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডেভিড গুডঅল। কিন্তু এতদিন বেঁচে থাকার পর তার মনে হয়েছে এখন তিনি আর স্বাধীন থাকতে পারছেন না। জীবনকে অর্থহীন মনে হচ্ছে। তাই তিনি আর বেঁচে থাকতে চান না। কী করা। স্বেচ্ছায় মৃত্যুর জন্য তিনি আবেদন করেন সুইজারল্যান্ডে। কারণ সেখানে স্বেচ্ছায় মৃত্যুবরণ করা হয়। যেটা অস্ট্রেলিয়ায় সম্ভব নয়। তাই গুডঅল পাড়ি দিচ্ছেন সুইজারল্যান্ডে। গুডঅলের কথায়, তিনি বাঁচতে চান যুবকের মতো। কিন্তু এই বয়সে তা সম্ভব নয়। তাই এই বিজ্ঞানী বলেন, আমার মতো বৃদ্ধের নিজের মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ নাগরিক অধিকার থাকা উচিত। আমি চাই, স্বেচ্ছা-মৃত্যুতে অনুমতি দিক রাষ্ট্র। অস্ট্রেলিয়ায় স্বেচ্ছায় মৃত্যু বেআইনি হওয়ায় সুইজারল্যান্ড চলে গেছেন। যদিও সেখানে এই মৃত্যুতেও কড়াকড়ি রয়েছে। আজ সুইজারল্যান্ডের বাসেলের এক ক্লিনিকে স্বেচ্ছা-মৃত্যু হবে গুডঅলের। অস্ট্রেলিয়ায় স্বেচ্ছা-মৃত্যুর সমর্থক এক স্বেচ্ছাসেবী সংস্থা গুডঅলকে সুইতজারল্যান্ড যেতে সাহায্য করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর