শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

রাজকীয় ক্ষমা পাচ্ছেন আনোয়ার ইবরাহিম

রাজকীয় ক্ষমা পাচ্ছেন আনোয়ার ইবরাহিম

মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী ভাবা হচ্ছে তাঁকে। তিনি আনোয়ার ইবরাহিম। একসময় মাহাথির মোহাম্মদের উপ-প্রধানমন্ত্রী ছিলেন। পরে তাঁর রোষানলে পড়ে সমকামিতার অভিযোগে কারাভোগ করছেন। কিন্তু সেই আনোয়ার এবারের নির্বাচনে ট্রাম্প কার্ড হিসেবে আবির্ভূত হয়েছেন। কারণ তাঁর হাতে গড়া বিরোধী দল পাকাতান হারাপান (অ্যালায়েন্স অব হোপ) দলের সঙ্গে গাঁটছড়া বেঁধে ৬০ বছর ধরে ক্ষমতায় থাকা বারিসান নেসিওনালকে এবার হটিয়ে দিয়েছেন। সেই কারাবন্দী নেতা আনোয়ার ইবরাহিমের সাজা মওকুফ করতে সম্মত হয়েছেন দেশটির রাজা। গতকাল নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ঘোষণা দেন। গতকাল এক সংবাদ সম্মেলনে মাহাথির বলেন,  আনোয়ার ইবরাহিমের সাজা দ্রুতই মওকুফ করা হবে। আর রাজার পক্ষ থেকে ক্ষমা ঘোষণার অর্থ হলো, তিনি আবারও রাজনীতিতে অংশ নিতে পারবেন। রাজকীয় ক্ষমা না পেলে তাঁকে কমপক্ষে পাঁচ বছর রাজনীতিতে নিষিদ্ধ থাকতে হতো। সংবাদ সম্মেলনে মাহাথির আজকের মধ্যেই অর্থ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্রসহ ১০ মন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ খবর