শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

অপসারিত হচ্ছেন ফিলিপিনো প্রধান বিচারপতি

ভোটের মাধ্যমে ফিলিপাইনের প্রথম নারী প্রধান বিচারপতি মারিয়া লর্দেস সেরেনোকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর আগে প্রধান বিচারপতিকে ‘শত্রু’ বলে মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট রদরিগো দুর্তেতে। সরকারের কয়েকটি বিতর্কিত প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ায় দুর্তেতের বিরাগভাজন হন সেরেনো। এদিকে, সরকার ক্ষমতার অপব্যবহার করে সেরেনোকে অপসারণের চেষ্টা করেছে এবং দেশটির সর্বোচ্চ আদালত দুর্তেতের ‘হাতের পুতুলে’ পরিণত হয়েছে বলে অভিযোগ বিরোধী দলের। গতকাল ৮-৬ ভোটের ব্যবধানে সেরেনোকে অপসারণের সিদ্ধান্ত হয়।

 

সর্বশেষ খবর