শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

ভাঙনের মুখে জি-সেভেন?

ভাঙনের মুখে জি-সেভেন?

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একের পর এক একগুঁয়ে সিদ্ধান্তে নাখোশ তার মিত্ররাষ্ট্ররা। বিশেষ করে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর শুল্ক আরোপ। এর মধ্যে গতকাল কানাডার কুইবেকের লা মালবে শহরে শুরু হয়েছে বিশ্ব অর্থনীতির সাত প্রভাবশালী রাষ্ট্রের সংগঠন জি-৭-এর সম্মেলন। তবে সম্মেলন শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রেঁদ্ধা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছেন। কারণ বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্যনীতির বিরুদ্ধে একজোট হয়েছে কানাডা ও ইউরোপ। আর এ মনোভাব আঁচ করতে পেরে ট্রাম্প নিজেও সংঘাতের পথে যেতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন। এতে জি-সেভেন গোষ্ঠীর ভাঙনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে গতকাল সম্মেলনের শুরুতে ইউরোপের নেতাদের উত্তেজনা বাড়িয়েছেন ট্রাম্প। ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি চান এ সংস্থায় আবার   ফিরে আসুক রাশিয়া। ২০১৪ সালে  ক্রিমিয়া দখল করার পর সংস্থাটির সদস্যপদ হারায় রাশিয়া। তাতেও নাখশ অন্য দেশগুলো। এএফপি, বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর