বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা

এবার কিমের সঙ্গে বসছেন আবে

এবার কিমের সঙ্গে বসছেন আবে

সিঙ্গাপুরে উ কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বৈঠকের পর এবার কিমের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। গত পরশু এক সংবাদ সম্মেলনে এ আগ্রহের কথা আবে নিজেই জানিয়েছেন। আশির দশক থেকে উত্তর কোরিয়ার হাতে আটক থাকা জাপানি নাগরিকদের ফিরিয়ে আনতে কিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন আবে। বৈঠকে জাপানিদের মুক্তির বিষয়ে নিজেদের দাবি তুলে ধরার ঘোষণা দিয়েছেন তিনি। এর মধ্যে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে জানিয়ে আবে বলেছেন, ‘মঙ্গলবারে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ায় জাপানিদের অপহূত হওয়ার বিষয়টি কিমকে জানিয়েছেন। আমি খুব আশাবাদী এর ভালো একটা সমাধান আমরা পাবো। আমরা প্রত্যাশা করছি, খুব শিগগির জাপান উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হবে।’ কিমের সঙ্গে বৈঠক সম্পর্কে ট্রাম্প তাকে অবহিত করেছেন বলে জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার অনেক প্রাকৃতিক সম্পদ ও লোকবল আছে। এই আলোচনার মধ্যে দিয়ে তাদের সম্ভাবনার পথ আরও উন্মুক্ত হলো।’ উল্লেখ্য, ১৯৭৭ থেকে ১৯৮৩ সালের মধ্যে উত্তর কোরিয়ার নিকটবর্তী জাপানের নিগাতা এলাকা থেকে সর্বমোট ১৭ জাপানিকে ধরে নিয়ে গিয়েছিল উত্তর কোরিয়া; যাকে উত্তর কোরিয়ার ‘অপহরণ’ বলে আখ্যায়িত করে আসছে জাপান। কিন্তু পিংয়ংইয়ং বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছিল। রয়টার্স।

সর্বশেষ খবর