রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি ১০০ শরণার্থীর প্রাণহানি

ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। শুক্রবারের এই দুর্ঘটনায় অন্তত ১০০ জন অনুপ্রবেশকারী শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার উপকূল রক্ষীবাহিনী। এরা প্রত্যেকেই আফ্রিকার লিবিয়া থেকে অবৈধ উপায়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপের রোমে ঢোকার চেষ্টা করছিলেন। লিবিয় থেকে ইতালিতে প্রবেশের পানিপথে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অত্যাধিক যাত্রী নিয়ে বোট চালকরা প্রবল ঝুঁকি নিয়ে পাড়ি দেয়। তারই মাঝে উত্তাল সাগরে প্রাণ হারাচ্ছেন তারা। এদিকে, অনুপ্রবেশ বন্ধ করতে ইতালির সতর্ক নৌবাহিনী। তবে সেসব পরোয়া না করেই আফ্রিকা থেকে শরণার্থীরা  ঢোকার চেষ্টা করেন ইউরোপে। এ ব্যাপারে এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে অনুপ্রবেশের হার ক্রমাগত বাড়ছে। লিবিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশে অনুপ্রবেশের সংখ্যা ১ লাখ ২০ হাজারে গিয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ খবর