রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ধর্ষকের ফাঁসির দাবিতে উত্তাল মধ্যপ্রদেশ

ভারতের সাত বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ ও পরে ছুরিকাঘাতের ঘটনায় ক্ষোভে উত্তাল দেশটির মধ্যপ্রদেশ।  ধর্ষকের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। শিশুটি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছে। মঙ্গলবার তাকে স্কুলের বাইরে থেকে অপহরণ করে নৃশংসভাবে ধর্ষণ করা হয়। রাজ্যের মধ্যাঞ্চলে এ ঘটনায় নির্যাতিত শিশুটির জন্য ন্যায়বিচার চেয়ে রাস্তায় রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। ধর্ষকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও।

এ ব্যাপারে বিবিসি অনলাইনে বলা হয়েছে, ধর্ষণের দায়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং  চৌহান সাংবাদিকদের বলেছেন, যেসব পশু এমন হায়েনার মতো অপরাধ সংঘটিত করেছে পৃথিবীর জন্য তারা বোঝা। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। গ্রেফতারকৃত দুই অভিযুক্তের পক্ষে আদালতে আইনি লড়াইয়ে প্রতিনিধিত্ব করতে অস্বীকৃতি জানিয়েছে রাজ্যের আইনজীবীদের ইউনিয়ন। বুধবার শিশুটিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ব্যাপারে চিকিৎসকরা বলছেন, সে এখন বিপদমুক্ত। তবে তার যে ক্ষত হয়েছে তা সেরে উঠতে সময় লাগবে। এদিকে পুলিশ বলেছে, তারা স্কুলের কাছ থেকে ধারণ করা সিসিটিভির ফুটেজ ব্যবহার করে ওই দুজনকে গ্রেফতার করেছে। ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, তারা প্রথমে ওই শিশু কন্যাকে মিষ্টি খেতে বলছে। এরপর তাদের সঙ্গে করে শিশুকে নিয়ে যায়।

সর্বশেষ খবর