মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

নওয়াজের পিছু ছাড়ছে না সেনাবাহিনী!

নওয়াজের পিছু ছাড়ছে না সেনাবাহিনী!

প্রধানমন্ত্রী থেকে নওয়াজ শরিফের এবার সরাসরি জায়গা হয়েছে জেলখানায়। এর আগে অর্থাৎ ২০০০ সালে প্রধানমন্ত্রিত্ব থেকে জায়গা হয়েছিল মধ্যপ্রাচ্যে। বহুদিন মধ্যপ্রাচ্যে ‘নির্বাসিত’ ছিলেন তিনি। অদ্ভুত ভাগ্য বলতে হবে পাকিস্তানের নেতা নওয়াজ শরিফের। কখনো দেশটির ক্ষমতার সর্বোচ্চ শিখরে কখনো সবচেয়ে অসহায় ব্যক্তিতে। কিন্তু কেন? বিশ্লেষকদের এজন্য বেশি গবেষণা করতে হয় না। এই ক্ষমতাহীন করার পেছনে সবচেয়ে বড় অবদান দেশটির সেনাবাহিনীর।

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সম্পর্কের টানাপড়েন আজকের নয়। ১৯৯৯ সালে তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশাররফকে বরখাস্ত করার মধ্য দিয়ে এ টানাপড়েন স্পষ্ট হয়। গত মার্চে সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রিত্বের অযোগ্য ঘোষণা করার পর বিভিন্ন সংবাদমাধ্যমে সেনাবাহিনীর নওয়াজবিরোধী অবস্থানের কথা উঠে আসে। সে সময় জানা যায়, বিচার বিভাগের ওই ভূমিকাকে অকুণ্ঠ সমর্থন জুগিয়েছে সেনাবাহিনী। অল্প কিছুদিনের মাথায় নওয়াজ শরিফের সাক্ষাৎকার প্রকাশ করে সেনাবাহিনীর রোষের মুখে পড়ে দেশটির সবচেয়ে প্রভাবশালী সংবাদমাধ্যম ডন। সবশেষ দুর্নীতির মামলায় সাজা ঘোষণার পর দেশে ফিরেও সেনাবাহিনীর রোষের শিকার হয়েছেন নওয়াজ। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাতে ফার্স্টপোস্টের প্রতিবেদক উমর আলী জানিয়েছেন, সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে নওয়াজের দলীয় সমাবেশে বাধা সৃষ্টি ও নেতা-কর্মীদের ওপর গ্রেফতার-নিপীড়ন চালাতে বলা হয়। বিশ্লেষকরাও সেনাবাহিনীর ভূমিকায় নওয়াজবিরোধী অবস্থান শনাক্ত করেছেন।

সর্বশেষ খবর