মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ইইউর অনুরোধ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার আওতা থেকে ইউরোপীয় কোম্পানিগুলোকে মুক্ত রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চ পর্যায় থেকে করা অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি হওয়া এবং বাণিজ্য অবরোধ তুলে নেওয়ার পর ইরানে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে ইউরোপ। কিন্তু সেই অনুরোধের বিপরীতে ইইউকে লেখা এক চিঠিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, যুক্তরাষ্ট্র এ আবেদন প্রত্যাখ্যান করছে কারণ তারা ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে চান। ইরানকে তখনই ছাড় দেওয়া হবে, যখন তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য লাভজনক হবে।

সর্বশেষ খবর