বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তালেবানের সঙ্গে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে ১৭ বছর। কিন্তু এই যুদ্ধ শেষ হওয়ার কোনো আলামত নেই। বরং এই যুদ্ধের পিছনে কাড়ি কাড়ি অর্থই ব্যয় করছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধে আমেরিকার জেতার সম্ভাবনা ক্ষীণ। কারণ আফগানিস্তানের বেশিরভাগ অঞ্চলেই তালেবানদের দখলে এবং সেখানে তালিবানি শাসন চলে। এতোদিন আফগানিস্তান সরকার তালেবানদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছিল। কিন্তু তালেবানরা বলছে তারা আফগান সরকারের সঙ্গে নয় যুক্তরাষ্টের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। অবশেষে তালেবান গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তুতির কথা জানালো যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনাদের এক সিনিয়র কমান্ডারকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে আল জাজিরা।

সর্বশেষ খবর