শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

হারিয়ে যাচ্ছে তাজমহল!

হারিয়ে যাচ্ছে তাজমহল!

তাজমহলের শুভ্র-সুন্দর রূপ ক্রমেই হারিয়ে যাচ্ছে। সাদা মার্বেলে লেগেছে সবুজ ও হলদে ছোপ। মার্বেলের রং বদলে যাচ্ছে। ঝুঁকিতে তাজমহলের চারপাশের পরিবেশও। ইন্টারনেট।

খবরে বলা হচ্ছে, যে যমুনা নদীর পানিতে তাজমহলের অপরূপ প্রতিবিম্ব দেখা যেত, সেই নদীও দিন দিন শুকিয়ে যাচ্ছে। আরও সমস্যা তৈরি করছে যমুনা নদীর দূষিত পানি। এভাবে নানা সমস্যার আবর্তে পড়ে দুর্বল হয়ে পড়ছে তাজমহলের ভিত। যে কোনো সময় বিস্ময়কর এই সমাধি দেবে যেতে পারে বলে ওয়াকিবহালরা আশঙ্কা করছেন। তাজমহল নির্মাণের পর ৩৫০ বছরের বেশি সময় কেটে গেছে। জানা গেছে, তাজমহল দিন দিন বিবর্ণ হচ্ছে। গত ৩৫ বছরে অবস্থা খারাপ বৈ ভালো হয়নি। সমস্যার প্রকৃতি ও উদ্ভবের কারণ নাটকীয়ভাবে বদলে গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর