মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ব্যবসা আর দেশ চালানো এক নয়

ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ চীনের

এতকাল ট্রাম্প প্রশাসনের সমালোচনা করলেও সরাসরি ব্যক্তি হিসেবে মার্কিন প্রেসিডেন্টকে আক্রমণ করেনি চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এবার তাই হলো। চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র পিপলস ডেইলি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছে। সরকারের মুখপাত্র সংবাদপত্রটি বলেছে, ব্যবসা আর দেশ চালানো এক নয়। তাঁর আচরণের ফলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় বিশ্বাসযোগ্যতা বিপন্ন হচ্ছে। ট্রাম্প তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে তাঁর দেশের প্রতি যাবতীয় ‘অন্যায়’ দূর করতে চান। সংবাদমাধ্যমটি বলছে, ‘স্ট্রিট ফাইটার’ বা রাস্তার যোদ্ধার মতো ট্রাম্প ছলনার নাটক করে ভয়ভীতি দেখিয়ে কিছু সুবিধা আদায় করতে চাইছেন। কিন্তু বাকিরাও সেই নাটকের অংশ হবে, এমন সাধ মোটেই পূর্ণ হবে না তবে ট্রাম্প নিজে অবশ্য এমন সমালোচনা সত্ত্বেও অবিচল রয়েছেন। বরং তাঁর কৌশলে প্রত্যাশার তুলনায় বেশি ফল পাওয়া যাচ্ছে বলে দাবি করছেন তিনি। ট্রাম্প শনিবার এক টুইট বার্তায় চীনের পুঁজিবাজারে দরপতনের উল্লেখ করে এমন মন্তব্য করেন। তাঁর মতে, নতুন করে আলোচনার মাধ্যমে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলে আমেরিকার পুঁজিবাজার নাটকীয়ভাবে চাঙা হয়ে উঠবে। ডয়েচে ভেলে

সর্বশেষ খবর