মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কানাডার সঙ্গে সম্পর্ক ছিন্ন সৌদি আরবের

সৌদি আরব তার অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর অভিযোগ এনে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা করেছে। তারা কানাডায় তাদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করেছে। মূলত সৌদিতে সম্প্রতি অভিযানে আটক মানবাধিকার কর্মীদের মুক্তি দাবি করে কানাডা। এদের একজন  সৌদি-আমেরিকান মানবাধিকার কর্মী সামার বাদাওয়ি, যিনি সৌদি আরবের পুরুষ অভিভাবকত্ব পদ্ধতির অবসান দাবি করেছিলেন। কিন্তু সৌদি আরব বলছে, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ এবং তারা কানাডার সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্কও স্থগিত করছে। বিবিসি

সর্বশেষ খবর