সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নতুন জঙ্গিবিমান আনছে ইরান

চলতি সপ্তাহেই ইরান নতুন একটি জঙ্গিবিমান উড়াবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব কমাতে ও তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টানতে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান ক্ষেপণাস্ত্র সক্ষমতার আধুনিকায়ন অব্যাহত রাখবে বলেও তিনি জানিয়েছেন। ইরানের সঙ্গে ছয় জাতি পরমাণু সমঝোতা চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়া ও দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরই ইরান এই ঘোষণা দিল।  উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির সঙ্গে পাল্লা দিতে একইদিন ইরানের নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজে প্রথমবারের মতো স্থানীয়ভাবে নির্মিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংযুক্ত করার ঘোষণাও দিয়েছে। ২০১৩ সালেও ইরান ‘কাহের ৩১৩’ নামে স্থানীয়ভাবে নির্মিত নতুন একটি জঙ্গিবিমান উন্মোচন করেছিল। দেশটির বিমানবাহিনীর কাছে আক্রমণ চালানোর সক্ষমতাসম্পন্ন অল্প কয়েক ডজন এয়ারক্রাফট আছে যেগুলোর বেশিরভাগই হয় রাশিয়ান নতুবা ১৯৭৯-র ইসলামী বিপ্লবের আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা।

সর্বশেষ খবর