রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বন্যার পর কেরালায় সাপের ছড়াছড়ি

প্রায় পুরো কেরালা জুড়েই এখন মানুষের হাহাকার। যে দিকে তাকাবেন শুধু পানি আর পানি। এরই মধ্যে আরও এক ভয়ানক সঙ্কটে পড়েছেন কেরালার মানুষ। বন্যা বিধ্বস্ত কেরালায় সাপের উপদ্রব প্রচণ্ড বেড়ে গেছে। সূত্র: ইন্টারনেট।

শোবার ঘর, রান্নাঘর, রাস্তা-বলতে গেলে একেবারে মানুষের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে বিষধর সব সাপ। বন্যা বিধ্বস্ত  কেরালার চারদিক ডুবে যাওয়ায় মানুষের পাশাপাশি বন্যপ্রাণীও খুব সঙ্কটে রয়েছে। নিরাপদ আশ্রয়ের  খোঁজে তাই সাঁতরে তারা ঢুকে পড়ছে মানুষের ঘরে। সম্প্রতি এমন অনেক ভিডিও ছড়িয়ে পড়ছে, যা দেখলে শিউরে উঠতে হয়।

ভিডিওর কোথাও দেখা গেছে, রাস্তার উপরে বিশালাকার এক পাইথন ঘুরে বেড়াচ্ছে। মুখ তুলে পাঁচিলের ওপারে নিরাপদ আশ্রয়ে ঢোকার আপ্রাণ চেষ্টা তার। কোনো ভিডিও বেশ ভয়ঙ্কর। ঘর থেকে সাপ বের করতেও দেখা  গেছে। বাধ্য হয়েই মানুষ লাঠি হাতে সাপ তাড়াচ্ছেন।

প্রিয়াঙ্কা কদম নামে এক বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী জানান, আতঙ্কিত বহু মানুষ ফোন করছেন আমাদের। সব জায়গায় যাওয়া হয়ত সম্ভব হচ্ছে না। এই সময় কী করা উচিত এবং কী উচিত নয় তা বোঝাচ্ছি তাদের।

সর্বশেষ খবর