বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কেন বর্মি সেনা প্রধানকে নিষিদ্ধ করলো ফেসবুক

কেন বর্মি সেনা প্রধানকে নিষিদ্ধ করলো ফেসবুক

বার্মার (মিয়ানমার) সেনাবাহিনী প্রধানসহ কয়েকজন পদস্থ সেনা কর্মকর্তার অ্যাকাউন্ট বাতিল করেছে ফেসবুক। ফেসবুক এসব সেনা কর্মকর্তার অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছে রাখাইনে ‘গণহত্যা’ ও রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতায় তাদের ভূমিকার বিষয়টি জাতিসংঘের একটি রিপোর্টে উঠে আসার পর। আর এটাই প্রথমবারের মতো ফেসবুক কোনো দেশের সামরিক বা রাজনৈতিক নেতৃত্বকে নিষিদ্ধ করল।

সবমিলিয়ে মিয়ানমারের সঙ্গে সম্পর্কিত আঠারটি অ্যাকাউন্ট ও বায়ান্নটি পেজ সরিয়ে ফেলে ফেসবুক। অথচ এদের অনুসারীর সংখ্যা প্রায় এক কোটি বিশ লাখ। একটি পুলিশ ফাঁড়িতে হামলার জের ধরে ওই ভয়াবহ অভিযান চালানো হয় রাখাইনে। এতে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করে বার্মা সেনাবাহিনী। আর প্রায় সাত লাখ মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে আসে প্রতিবেশী বাংলাদেশে। এ সময় রাখাইনে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে যার মধ্যে ছিল হত্যা, ধর্ষণ, নির্যাতন। রয়টার্সের একটি রিপোর্টে গত বছর বলা হয়েছে যে তারা অন্তত এক হাজার পোস্ট, কমেন্টস ও ছবি পেয়েছে ফেসবুকে যেখানে রোহিঙ্গা ও মুসলিমদের আক্রমণ করা হয়েছে। এসব কমেন্টে রোহিঙ্গাদের ‘কুকুর’, ‘ধর্ষক’ হিসেবে বর্ণনা করা হয়। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইয়াংয়ের দুটি অ্যাকাউন্ট ছিল ফেসবুকে। একটি ফেসবুক পোস্টে তিনিও রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিত্রিত করেন। ফেসবুক বলছে নিষিদ্ধ অন্য পেজগুলোর মতো সেনাপ্রধানের পেজও জাতিগত ও ধর্মীয় উত্তেজনাকে উসকে দিয়েছে।

সর্বশেষ খবর